নিউজ ডেস্ক.

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এরই মধ্যে বন্যাকবলিত এলাকার ১৮৩টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন তিন উপজেলার লাখো মানুষ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, রবিবার পর্যন্ত বন্যায় মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার ১৪২টি প্রাথমিক বিদ্যালয় তলিয়ে গেছে। এর মধ্যে বড়লেখায় ৬০টি, কুলাউড়ায় ৪৪টি, জুড়ীতে ২০টি, রাজনগরে ২৪টি ও সদর উপজেলায় চারটি স্কুল রয়েছে।
বড়লেখা, জুড়ী, রাজনগর ও কুলাউড়া উপজেলার ২১টি স্কুলে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। এরমধ্যে বড়লেখায় সাতটি, কুলাউড়ায় পাঁচটি, রাজনগরে দুটি ও জুড়ীতে সাতটি আশ্রয় কেন্দ্র রয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বন্যায় জেলার বড়লেখা উপজেলায় ২০টি, কুলাউড়ায় আটটি ও জুড়ীতে ১৩টি বিদ্যালয় তলিয়ে যাওয়ায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আলিম বিবার্তাকে জানান, বন্যায় তলিয়ে যাওয়া বিদ্যালয়ের বিল্ডিংয়ের অনেক ক্ষতি হয়েছে। অনেক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আরেকটু পানি বাড়লে এগুলোও তলিয়ে যাবে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল ওয়াদুদ বিবার্তাকে জানান, এই বন্যায় হাওর পাড়ের মাধ্যমিক বিদ্যালয়গুলো মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং তলিয়ে যাওয়া স্কুলের ছাত্রদের লেখাপড়া বন্ধ রয়েছে। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথাও জানান তিনি ।

