Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি.
কাজীপুরে জাহানারা খাতুন (৫২) নামে এক হতদরিদ্র মহিলাকে গলা কেটে হত্যা করা হয়েছে। সে কুনকুনিয়া পূর্বপাড়া গ্রামের মৃত আজিবার রহমান ওরফে ডাক্তারের স্ত্রী। ঘটনার রাতে সে ঘরের বারান্দায় ঘুমিয়েছিলো।
মঙ্গলবার সকাল সাড়ে আটটায় কাজীপুর থানা পুলিশ নিহতের নিজ বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় সুত্রে জানা যায়, কাজীপুর উপজেলার কুনকুনিয়া পূর্বপাড়া গ্রামে গত ৭ বছর আগে জাহানারা খাতুনের মেয়ের সাথে বরিশাল জেলার আসলামের সাথে বিয়ে হয়।
বিয়ের পরে তাদের ঘরে একটি সন্তান জন্ম নেয়। এর পর থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো। সম্প্রতি আসলাম তার স্ত্রীকে তালাক প্রদান করে। আসলামের মেয়েটি তার নানি জাহানারার সাথে কুনকুনিয়া গ্রামে বসবাস করে।
আসলাম তার মেয়েকে তার কাছে নেয়ার জন্য বার বার চেষ্টা করে ব্যর্থ হয়। সোমবার রাতে আসলাম পুনরায় তার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য কাজীপুরে আসে। এই কারণে নাম প্রকাশে অনিচ্ছুক নিহতের প্রতিবেশিরা জানিয়েছে জাহানারার মেয়ের জামাই আসলাম এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এছাড়া হতদরিদ্র মহিলার আর কোন শত্রু নেই বলে তারা জানিয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
কাজীপুর থানার অফিসার ইন চার্জ সমিত কুমার কুন্ডু ধুনট বার্তা কে জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জের ধরেই জাহানারা খাতুনকে গলাকেটে হত্যা করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।