সুন্দরগঞ্জে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি.



গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার চর বেলকা গোয়ালপুর নামক স্থানে তিস্তা নদীর কিনারা ঘেষে উজান থেকে ভেসে আসা এক অজ্ঞাতনামা যুবকের অর্ধগলিত লাশ দেখতে পায় এলাকাবাসি। তারা পুলিশে খবর দিলে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক স্থানীয় বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশ উদ্ধার করে সুরুত হাল রিপোর্টের পর ময়না তদন্তের জন্য গতকাল মঙ্গলবার মর্গে প্রেরণ করেন।

এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানায় ইউডি মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল জলিল জানান, যুবককে কে বা কাহারা হত্যা করে ৪/৫ দিন আগে নদীতে ভেসে দেয় বলে ধারণা করা হচ্ছে। অজ্ঞাতনামা লাশের পড়নে জিন্সের প্যান্ট ও গায়ে স্যান্ডো গেঞ্জি ছিল।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ