Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
কারিমুল হাসান লিখন.
বগুড়ার ধুনটে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা হল রুমে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ একেএম তৌহিদুল আলম মামুন এর সভাপতিত্বে সভায় উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে যমুনা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি জনিত কারনে আগাম বন্যার আশংকা ও অনাকাঙ্খিত ক্ষতি হতে রক্ষায় প্রস্তুতি বিষয়ক আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা। আরও বক্তব্য রাখেন, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ধুনট উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, ধুনট উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম, ধুনট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুন্নেছা, ধুনট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, ধুনট উপজেলা সমবায় কর্মকর্তা নজরুল ইসলাম, ধুনট থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিগন।