Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
কাজীপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি.
কাজীপুরের ৭০ নং ঢেকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি বছরে সংস্কারের জন্য অর্থ বরাদ্দ দেয়া হলেও নিম্মমানের কাজ করার ফলে বিদ্যালয়ের ছাদ দিয়ে পড়ছে পানি। বিঘিন্ত হচ্ছে পাঠদান কাজ।
জানা গেছে চলতি অর্থ বছরে ওই বিদ্যালয়ের মেরামতের জন্যে ৫ লক্ষ ৬৫ হাজর টাকা বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু নিম্নমানের সংস্কার কাজ করায় ভবনের ছাদ চুয়ে ঘরের মেঝেতে পানি পড়ে সয়লাব ।
বুধবার বিদ্যালয়টিতে সরেজমিনে গিয়ে জানা যায়, চলতি অর্থবছর পিডিপি ৩ এর আওতায় বিদ্যায়টির ২টি ভবনের একটিতে নতুন টিন অপরটির পুরো দেয়াল এবং ছাদের পলেস্তার চটিয়ে নুতন করে সংস্কার করার কথা ছিল। কিন্ত ঠিকাদার একটি ভবনে মাত্র ৪ টি টিন লাগিয়েছে আর নামমাত্র মেঝের কাজ করেছে। অপর ভবনটিতে ২/১ স্থানে পলেস্তার চটিয়ে রং লাগিয়ে কাজ শেষ করেছেন। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম লাভলি জানান, এত টাকা বরাদ্দ তবুও সামান্য বৃষ্টি হলেই আগের মত ছাদ চুয়ে পানি পড়ে ঘরের মেঝেতে সয়লাব হয়ে যায়। প্রয়োজনীয় কাগজপত্র ভিজে যায়, পাঠদান বিঘিœত হচ্ছে। কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, আমি বিদ্যালয়টি সরেজমিনে দেখেছি। ঠিকাদার বরাদ্দের কাজ শেষ করেনি। ফলে তাকে অর্ধেক বিল প্রদান করা হয়েছে, বাকি কাজ সম্পন্ন হলে অবশিষ্ঠ বিল প্রদান করা হবে।