বিএনপি নেতা হাবিবকে দেখতে হাসপাতালে ফখরুল

নিউজ ডেস্ক.



ঈদ শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুঘর্টনায় গুরুতর আহত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিবকে হাসপাতালে দেখতে গেলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন হাবিবসহ পরিবারের আহত সদস্যদের সাথে কথা বলেন মির্জা ফখরুল এবং চিকিৎসকদের কাছ থেকে তাদের অবস্থার খোঁজ-খবর নেন।

গত ১ জুলাই নাটোরের গুরুদাসপুরে প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান হাবিব (৬৫), তার স্ত্রী নাজমা হাবিব (৫২), মেয়ে বাবলী হাবিব (১৮) ও অনিতা হাবিব অন্তরা (১২) এবং গাড়িচালক নিশানও (৩৫) আহত হয়।

এছাড়া একই হাসপাতালে চিকিৎসাধীন ঠাকুরগাঁওয়ের স্থানীয় নেতা ও সাংবাদিক মামুন হোসেন এবং ছাত্র দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদকেও দেখতে যান বিএনপি মহাসচিব। এ সময় তাদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ