Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বিনোদন ডেস্ক.
‘বস টু’ ও ‘নবাব’কে এক পক্ষ বলছে ‘যৌথ প্রতারণা’, অন্য পক্ষের কথায় তা ‘যৌথ প্রযোজনা’। কিছুদিন আগে দ্বিতীয় দলের হয়ে বিবৃতি দিয়েছিলেন কাজী হায়াৎ। ওই সময় আন্দোলনরত বাংলাদেশ চলচ্চিত্র পরিবারকে ‘নৈরাজ্য সৃষ্টিকারী’ উল্লেখ করে কঠোর ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করেন। এবার একই বিষয়ে আবারো মুখ খুললেন তিনি।
‘নবাব’-এর সাফল্যকে ঘিরে মঙ্গলবার রাজধানীর এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখান উপস্থিত কাজী হায়াৎ দাবি করেন, ‘আমার মনে হয়, বর্তমান সরকার যৌথ প্রযোজনার জন্য যে পরিচ্ছন্নতা অবলম্বন করে করেছে তা আগের কোনো সরকার করেনি।’
তিনি বলেন, ‘এ ধরনের ছবি নির্মাণে যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ প্রিভিউ কমিটি কাজ করছে। কমিটি চিত্রনাট্য, কলাকুশলীর সংখ্যাসহ পূর্ণাঙ্গ প্রস্তাব নীতিমালা অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করে অনুমোদন দেওয়ার পরই কেবল যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ শুরু করা যায়। এরপর যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ শেষে আবারো এ প্রিভিউ কমিটির কাছে জমা দিতে হয়। প্রিভিউ কমিটি ফের নির্মিত চলচ্চিত্রটি নীতিমালা অনুযায়ী নির্মিত হয়েছে কি-না, তা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করে ছাড়পত্র দিলেই নির্মাতা বা প্রযোজক তা সেন্সর সনদের জন্য বোর্ডে জমা দেন।’
এদিকে শোনা যাচ্ছে, হালের যৌথ প্রযোজনার মুখ্য প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন কাজী হায়াৎ। এছাড়া একই প্রতিষ্ঠান সাফটার চুক্তির আওতায় ভারতে রফতানি করবে এ নির্মাতার ছেলে কাজী মারুফ অভিনীত ‘মাস্তানি’। সিনেমাটির বদলে বাংলাদেশে আসবে দেব অভিনীত ‘চ্যাম্প’।
ঈদের আগে ‘বস টু’ ও ‘নবাব’ নিয়ে আশঙ্কা প্রকাশ করে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৬টি সংগঠনের প্লাটফর্ম বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। অভিযোগ করা হয় সিনেমাগুলোতে যৌথ প্রযোজনার নিয়ম মানা হয়নি। তারা ছবি দুটিতে ‘যৌথ প্রতারণা’ হিসেবে চিহ্নিত করে। ওই সময় ছবি দুটির পক্ষে দাঁড়ান কাজী হায়াৎ।