Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আবু সুফিয়ান.
বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে ঈদ পরবর্তী সৌজান্য সাক্ষাতে মিলিত হোন তিনি। এদিকে এমপি হাবিবর রহমানের আগমন উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ভিড় জমে।
এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে এমপি হাবিবর রহমান বলেন, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে। খন্দকার মোশতাকের মত ধুনটেও একটি মহল নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এদের বিষয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু’র ডাকে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। কর্মজীবনেও দেশপ্রেমে উদ্ধুদ্ধ ছিলাম। আর একারনে জননেত্রী শেখ হাসিনার পাশাপাশি থাকার সৌভাগ্য অর্জন করেছি। জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে ধুনট-শেরপুরে নৌকা’র হাল ধরেছি। মৃত্যুর আগ পর্যন্ত শেরপুর-ধুনটের মানুষের কল্যানে কাজ করে যাবো।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহানের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় সভায় আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, যুগ্ম সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন, পৌর মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা কৃষক লীগের সভাপতি কুদরত-ই খুদা জুয়েল ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আশেকুর রশিদ হেলাল।
সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় মনোনয়ন প্রত্যাশী কয়েকজন প্রার্থী নোংরামী শুরু করেছেন। অর্থের বিনিময়ে বিভিন্ন গণমাধ্যমে সংসদ সদস্যের বিরুদ্ধে ঢালাও অভিযোগ তুলেছেন। প্রকৃতপক্ষে, এমপি হাবিবর রহমান শেরপুর-ধুনট নির্বাচনী এলাকায় যেমন রেকর্ড সংখ্যক উন্নয়ন কর্মকান্ড করেছেন, অন্যদিকে বিভিন্ন দিক নির্দেশনা ও সহযোগীতার মধ্যদিয়ে দলীয় নেতৃবৃন্দের মাধ্যমে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করেছেন। এ কারনে তার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় মনোনয়ন প্রত্যাশীরা এ ধরনের হীন প্রয়াস চালিয়ে যাচ্ছে। তাদের ঘৃণ প্রচেষ্টা মিথ্যা সংবাদের আমরা তীব্র নিন্দা জানাই।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহসান হাবিব, জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশীদ সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পপি রানী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রিপনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।