টি-টোয়েন্টি দলে ফিরলেন গেইল


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

ক্রীড়া ডেস্ক.



    ভারতের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে খেলতে উইন্ডিজ দলে ফিরেছেন ক্রিস গেইল। আগামী ৯ জুলাই কিংস্টোনের সাবিনা পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

    জ্যামাইকান এই তারকা ওপেনার সর্বশেষ ২০১৬ সালের এপ্রিলে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। ম্যাচটিতে ইংল্যান্ডকে পরাজিত করে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে। টি-টোয়েন্টি ফরমেটে ক্যারিবীয়দের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক গেইল। চলতি বছরের এপ্রিলে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রানের কোটা পূর্ণ করেছেন।

    টি-টোয়েন্টি স্কোয়াড প্রসঙ্গে ক্রিকেট উইন্ডিজের নির্বাচক প্রধান কার্টনি ব্রাউন বলেন, ‘আমরা টি-টোয়েন্টি দলে গেইলে ফিরে আসাকে স্বাগত জানাচ্ছি। এই ফরমেটে সেই আমাদের অন্যতম সেরা ব্যাটসম্যান। টপ অর্ডারে তাকে পাওয়াটা দলের জন্য সত্যিই সৌভাগ্যের। বিশ্বমানের ভারতীয় দলের বিপক্ষে নিজের ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছে সে।’

    তিনি আরো বলেন, এই দলটি ব্যাটিং ও বোলিং মিলিয়ে দারুন একটি ভারসাম্যপূর্ণ দল। একইসাথে অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও সুযোগ হচ্ছে নিজেদের প্রমাণের।

    ভারতে বিপক্ষে ম্যাচটিতে জুনের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে খেলা দলটির ওপরই আস্থা রেখেছেন নির্বাচকরা। কার্লোস ব্র্যাথওয়েইটের নেতৃত্বে দলে আরো রয়েছেন কিয়েরন পোলার্ড, মারলন স্যামুয়েলস, সুনীল নারাইন ও জেরম টেইলরের মতো অভিজ্ঞরা। তবে দল থেকে বাদ পড়েছেন লেন্ডল সিমন্স।

    উইন্ডিজের একাদশ: কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), স্যামুয়েল বাদ্রি, রোন্সফোর্ড বিটন, ক্রিস গেইল, এভিন লুইস, জেসন মোহাম্মদ, সুনীল নারাইন, কিয়েরন পোলার্ড, রোভমান পাওয়েল, মারলন স্যামুয়েলস, জেরম টেইলর, চাডউইক ওয়াল্টন (উইকেটরক্ষক), কেসরিক উইলিয়ামস।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ