যৌতুক না পেয়ে শ্বশুর বাড়ির উপর জামাইয়ের হামলা

লালমনিরহাট প্রতিনিধি.

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর পরিবারের উপর হামলার ঘটনায় শ্বশুর, শ্বাশুরী, স্ত্রীসহ উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। রোববার বিকেলে হাতীবান্ধা উপজেলার কাজীর বাজার এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলো- ছাবিনা ইয়াসমি (১৮) ছাবিনার বাবা আব্দুল হামিদ (৬০) মা কমলা খাতুন (৪৫), ভাই আসাদুজ্জামান (২২) ও রফিুকুল ইসলাম (২১) জামাইয়ের বাবা নুরল ইসলাম (৬০), বোন নিলুফা (২৫)। বর্তমানে তারা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার নুরল ইমলামের ছেলে রফিকুল ইসলাম পার্শ¦বর্তী সিংঙ্গীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের আব্দুল হামিদের মেয়ে  ছাবিনা ইয়াসমিন (১৮) এর সাথে দুই বছর আগে ভালবেসে বিয়ে হয়। বিয়ের এক বছর না যেতেই যৌতুকের জন্য নির্যাতন শুরু করেন রফিকুল ইসলাম। গত শুক্রবার রাতে যৌতুকের টাকা চেয়ে ছাবিনাকে মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দেন। পরে যৌতুক নিয়ে মেয়ের ভাই আসাদুজ্জামানের সাথে রফিকুলের মোবাইল ফোনে তর্ক-বিতর্কের এক পর্যায়ে রফিকুল বাড়ি থেকে ছুটে মেয়ের বাড়িতে এসে হাতে দা নিয়ে হামলা চালালে উভয়ের মধ্যে সংঘর্ষে বাঁধে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাবিনা ইয়াসমিন সাংবাদিকদের  জানান, বিয়ের সময় কোন যৌতুক নিবেন না বলে আমাকে বিয়ে করে। বিয়ের একবছর পর রফিকুল ইসলাম যৌতুকের ১ লক্ষ টাকার জন্য চাপ দেন। গত শুক্রবার রাতে টাকার জন্য আমাকে মারধর করেন।
হাতীবান্ধার থানার উপ-পরিদর্শক এস আই ইসলাফি হক জানান, কোন পক্ষেই এখনও মামলা দিতে আসেনি। মামলা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
হাতীবান্ধার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, আমি মামলার স্বাক্ষী দিতে দিনাজপুর এসেছি থানার দায়িত্বে আছে রাজ্জাক সাহেব এ ব্যাপারে তিনি বলতে পারবেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ