সীমান্তের তারেরবেড়া কাটা যন্ত্রসহ দুই যুবক আটক

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি.

ভারতীয় সীমান্তের তারেরবেড়া কাটা যন্ত্রসহ দুই যুবককে আটক করে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের সদস্যরা। মঙ্গলবার দুপুরে তাদের হাতীবান্ধা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এর আগে পৃথক দুইটি স্থান থেকে তাদের আটক করে বিজিবি।
আটককৃতরা হলেন, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কাউয়ামারী আজিজপুর গ্রামের ফজলুল করিমের ছেলে সাদেকুল ইসলাম (২৪) ও পাটগ্রাম ষ্টেশনপাড়া এলাকার সহিদার রহমানের ছেলে শাহ আলম (২৫)।
সীমান্ত ও বিজিবি সুত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তের কাটা তারের বেড়া কেটে চোরাকারবারীরা ভারতীয় অবৈধ্য পন্য আনা নেয়া করে। মঙ্গলবার সকালে হাতীবান্ধা বড়খাতা বিওপি এলাকার ৮৯০ নম্বর পিলার এলাকায় বেড়া কাটতে গেলে বিজিবি’র টহল দল সাদেকুল ইসলামকে আটক করে।
একই দিন ধবলসুতি বিওপি এলাকার ৮২৪/৪ নম্বর পিলার এলাকা থেকে বেলা সাড়ে ১১টার দিকে শাহ আলম নামে আরও এক যুবককে আটক করে ধবলসুতি ক্যাম্পের বিজিবি’র টহল দল।
বড়খাতা দোলাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবাদার নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটককৃত দু’জনের কাছ থেকে কাটাতারের বেড়া কাটার যন্ত্রসহ ভারতীয় সীম ও মোটার সাইকেল জব্দ করে বিজিবি। এ ঘটনায় হাতীবান্ধা থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে বিজিবি সুত্র নিশ্চিত করেছেন।
হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক এসআই আতিক হোসেন জানান, সন্ধ্যায় আটক যুবককে জেল হাজতে পাঠানো হবে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল গোলাম মোর্শেদ দুই যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের হাতীবান্ধা থানায় সোপর্দ করা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ