আলো ছড়াতে পারছে না ‘টিউবলাইট’


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

 

নিউজ ডেস্ক.


    সালমান খান অভিনীত ‘টিউবলাইট’ ছবিটি মুক্তির পর পেরিয়ে গেছে দুই সপ্তাহ। সালমান খানের ছবি হওয়া সত্ত্বেও ভক্তদের মনে তেমন আঁচড় কাটতে পারেনি ছবিটি। তার প্রভাব পড়েছে বলিউডের বক্স-অফিসেও। দ্বিতীয় সপ্তাহে এসে বক্স-অফিসে সামান্যই আলো ছড়াতে পেরেছে ‘টিউবলাইট’। বক্স-অফিসের সূত্র ধরে দ্য টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, দ্বিতীয় সপ্তাহ শেষে প্রায় ১১৪ কোটি রুপি আয় করেছে সালমান অভিনীত ‘টিউবলাইট’।

    প্রথম সপ্তাহ শেষে ছবিটির আয় দাঁড়িয়েছিল মাত্র ১০৩ কোটি রুপিতে। অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে ‘টিউবলাইটে’র আয় হয়েছে মাত্র ১১ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহের আয়ের হিসাবে এটি সালমানের দ্বিতীয় সর্বনিম্ন আয়। এর আগে ২০১০ সালে মুক্তি পাওয়া সালমানের ‘বীর’ ছবিটির দ্বিতীয় সপ্তাহের আয় ছিল ছয় কোটি রুপি। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া অন্যান্য ছবির দ্বিতীয় সপ্তাহে আয়ের তুলনায় টিউবলাইটের অবস্থান বেশ লজ্জাজনক। সর্বনিম্ন আয়ের ফলে টিউবলাইট স্থান পেয়েছে ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘জলি এলএলবি-২’, ‘কাবিল’, ‘রইসে’র নিচে। এমনকি দ্বিতীয় দিনের আয় দিয়ে সালমানকে টপকে গেছেন ইরফান খান। ইরফানের ‘হিন্দি মিডিয়ামে’র দ্বিতীয় সপ্তাহের আয় ছিল প্রায় ১৮ কোটি রুপি।

    হলিউডের ‘লিটল বয়’ থেকে অনুপ্রাণিত দাবি করা হলেও ছবিটি মূলত ‘লিটল বয়’-এর হিন্দি সংস্করণ। শুধু ‘লিটল বয়’ ছবিটির প্রেক্ষাপট বদলে এখানে ১৯৬২ সালের ইন্দো-চায়না যুদ্ধের প্রেক্ষাপট জুড়ে দেওয়া হয়েছে। ছবিতে সালমান ছাড়াও অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা ওম পুরি, চীনা অভিনেত্রী ঝু ঝু, শিশু শিল্পী মার্টিন রে ট্যাঙ্গু, এবং সালমানের ভাই সোহেল খান।

    ‘বজরঙ্গি ভাইজান’-এর সাফল্যের পর কবির খানের পরিচালনায় সালমান অভিনয় করেন ‘টিউবলাইট’ ছবিতে। ‘সুলতান’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘বজরঙ্গি ভাইজান’-এর মতো এটিও সালমানের কম দৈর্ঘ্যের চলচ্চিত্র। তিন ঘণ্টার ছবিটি শুধু একটি দৃশ্য বাদ দিয়ে দুই ঘণ্টা ৪৫ মিনিট নিয়ে মুক্তি পেয়েছিল।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ