বিএনপি নির্বাচনে যাবে, শেখ হাসিনার অধীনে নয় : রিজভী


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

 

নিউজ ডেস্ক.


    বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি অবশ্যই অংশ নেবে, তবে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নয়।

    আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে নির্বাচন নিয়ে দলের এই অবস্থানের কথা জানান রিজভী। দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুকের মুক্তির দাবিতে স্বাধীনতা ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।

    রিজভী আহমেদ বলেন, ‘নির্বাচনে বিএনপি যাবেই, নির্বাচন করবেই। কিন্তু হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাবে না।’

    দেশের গুম-অপহরণ প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘সানগ্লাস পরার কারণে হয়তো পরিষ্কারভাবে দেশে কী ঘটছে, না ঘটছে তিনি দেখতে পারেন না। ফরহাদ মজহারের পরিবারকে জিজ্ঞেস করুন, তথ্য-উপাত্ত পাবেন। আপনি কি একবার ইলিয়াস আলীর পরিবারকে জিজ্ঞেস করতে পারেন, আপনি চৌধুরী আলমের পরিবারকে একবার জিজ্ঞেস করুন তো, গুম কারা করেছে? আপনি জিজ্ঞেস করার পর তারপরে প্রেসের কাছে বলুন যে, তথ্য-উপাত্ত তারা কোথায় পেল।’

    রিজভী বলেন, হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে প্রতিবেদন দিয়েছে, বাস্তব পরিস্থিতি আরো ভয়াবহ। রাষ্ট্রীয় মদদেই এসব ঘটনা ঘটছে।

    হিউম্যান রাইটস ওয়াচ গুম-অপহরণের তথ্য কোথায় পেয়েছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ নিয়ে প্রশ্ন তোলায় তার সমালোচনা করেন রিজভী আহমেদ।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ