Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আবু জাহের. শেরপুর (বগুড়া) থেকে
বগুড়ার শেরপুর পৌর শহরে রামচন্দ্রপুর পাড়ায় বাড়ির সীমানা নিয়ে শুক্রবার সকালে প্রতিপক্ষের মারপিটে ব্যাংক কতর্মকর্তাসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন- শাহনুর আলম (৪০), কাজী আব্দুল কাদের (৬৫) ও ছবি কাজী (৫৫)।
জানা যায়, শেরপুর পৌশহরের রামচন্দ্রপুর পাড়ার (অবঃ) সেটেলম্যান্ট অফিসার কাজী আব্দুল কাদেরের সাথে বাড়ী সিমানা নিয়ে দীর্ঘদিন ধরে বাড়ীর প্রতিবেশি আহাদ বক্সের ছেলে সেলিমের বিরোধ চলে আসছে। এ বিষয় নিয়ে গত ৩ মাস আগে শেরপুর পৌরসভায় মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, উপজেলা যুবলীগের সভাপতি তরিকুল ইসলাম তারেক, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর জাহিদুর রহমান টুলুসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সালিশী বৈঠক উপস্থিত থেকে তাদের মধ্যে বিরোধ মিমাংসা করে দেন। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল ১০ টায় সেলিম শালিশী বৈঠকের রায় অমান্য করে পূর্বের ন্যায় কাজ শুরু করে। কিন্তু ব্যাংক কর্মকর্তা শাহনূর শালিশী বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক কাজ করতে বলায় তার উপর ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র, লাঠি সোঠা নিয়ে তার উপর হামলা চালায়। এ সময় তার চিৎকারে বৃদ্ধ পিতা কাজী আব্দুল কাদের ও মা ছবি কাজী এগিয়ে আসলে তাদেরকেও ব্যাপক মারপিট করে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে সাহনুরের অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।