শেরপুরে ইসলামী ব্যাংক হাইওয়ে শাখা নতুন ভবনে

 

আবু জাহের. শেরপুর (বগুড়া) থেকে



বগুড়ার শেরপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর হাইওয়ে শাখা নতুন ভবনে স্থানান্তর এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিকাল বাজার রোড মুন ইরাফী গার্ডেন সিটির ২য় তলায় হাইওয়ে শাখার উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী প্রধান আব্দুল হামিদ মিঞা।

শাখা প্রধান এভিপি মুহাম্মদ ওমর ফারুক এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি এর ঢাকা হেড অফিসের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মাহবুব উল আলম।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল আলম তোতা, শফিকুল ইসলাম শিরু, আলহাজ্ব আব্দুল লতিফ, আলহাজ্ব বশির উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি ও ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ হাফিজুর রহমান।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ