নন্দীগ্রামে প্রথম শ্রেণীর ছাত্র নিখোঁজ

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি.

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লী থেকে প্রথম শ্রেণীর ছাত্র আব্দুর রহমান (৬) দুইদিন ধরে নিখোঁজের ঘটনা ঘটেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের আমড়া গোহাইল গ্রামের মুদি দোকান ব্যবসায়ী আব্দুল কাদেরের পুত্র ও হাটকড়ই কেজি একাডেমীর প্রথম শ্রেণীর ছাত্র আব্দুর রহমান। গত রোববার (২৩ এপ্রিল) বিকেলে বাড়ীর সামনে থেকে ছাত্রের বাবার পরিচিত বন্ধু সঙ্গে বাজারে বেড়াতে বের হন। সন্ধ্যা ঘনিয়ে রাত শুরু হলেও যখন বাবার পরিচিত বন্ধুসহ ছেলে আব্দুর রহমান বাড়িতে না আসায় তখন পরিবারের লোকজন তাদের সন্ধানে বের হয়। এরপর থেকে বিভিন্ন এলাকায় বহু খোঁজাখুজি করা হলেও কোথাও তার সন্ধান মেলেনি। সে নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবার দিশাহারা হয়ে পড়েছেন। এবিষয়ে অত্র ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এপ্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, এঘটনায় কেউ কোন অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ