Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
সিলেট প্রতিনিধি.
বাংলাদেশের ‘অর্থনীতির প্রাণ’ বলে পরিচিতি প্রবাসীদের পাঠানো অর্থ ধারাবাহিকভাবে কমে যাওয়ার পেছনে দুটি কারণ দেখছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ বৃহস্পতিবার সকালে সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, ‘প্রবাসীদের পাঠানো রেমিটেন্স অনেক কম। এর এক নম্বর কারণ হচ্ছে, আমাদের বহু লোক এখন পয়সা পাঠায় না। তাঁরা বিদেশে সেটেল করছেন। বিভিন্ন দেশে প্রবাসীদের সেটেলমেন্টের ব্যবস্থা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই তাঁরা সেখানে সেটেল হচ্ছেন।’
‘দুই নম্বর, একটা অভিযোগ আছে, তাঁদের (প্রবাসীরা) রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে বেশ ফি দিতে হয়। ফি আমরা কমিয়ে দেব। সামনের মাসেই এটা কমিয়ে দেওয়া হবে। সামান্য একটা নামমাত্র ফি হবে। যদি তাতে পরিস্থিতির কিছু উন্নতি হয়’, যোগ করেন অর্থমন্ত্রী।
সকালে সিলেট নগরীর নাইয়রপুল এলাকায় নবনির্মিত ফোয়ারা উদ্বোধন করেন অর্থমন্ত্রী। তার পরই সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এনামুল হাবীব, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এ কে আবদুল মোমেন, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন প্রমুখ।