Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল সফরকারী জিম্বাবুয়ে। হাম্বানটোটায় বৃষ্টি আইনে লঙ্কানদের চার উইকেটে হারিয়েছে সফরকারী দলটি। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩০০ রান তোলে শ্রীলঙ্কা। ৩০১ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে তিন উইকেটে ১৩৫ রান তুলে নেয় জিম্বাবুয়ে। এরপর শুরু হয় বৃষ্টি। প্রায় দেড় ঘণ্টা পর বৃষ্টি থামলে সফরকারীদের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায়, ৩১ ওভারে ২১৯ রান। এই লক্ষ্য তাড়া করতে নেমে চার উইকেট হাতে রেখে সহজেই জয় তুলে নেয় জিম্বাবুয়ে।
এর আগে হাম্বানটোটায় সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দিকভেল্লা ও গুনাথিলাকার ২০৯ রানের জুটিতে দারুণ ভিত পেয়ে যায় শ্রীলঙ্কা। ওয়ানডেতে এই প্রথম টানা দুটি ম্যাচে ২০০ বা তার চেয়ে বেশি রানের উদ্বোধনী জুটি দেখা গেল। এর আগে তৃতীয় ওয়ানডেতে ২২৯ রান যোগ করেছিলেন তাঁরা।
আজ শনিবার শ্রীলঙ্কার প্রথম উইকেট পড়ে ৩৬তম ওভারে। ততক্ষণে স্কোরে উঠে গেছে ২০৯ রান। ম্যালকম ওয়ালারের বলে বোল্ড হওয়ার আগে ৮৭ রান করেন গুনাথিলাকা। দুই ওভার পরে সেঞ্চুরি পূর্ণ করেন দিকভেল্লা। ওয়ানডেতে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা সপ্তম লঙ্কান ব্যাটসম্যান হলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এর আগে রয় ডিয়াস, রোশান মহানামা, সনত জয়সুরিয়া, কুমার সাঙ্গাকারা, তিলকরত্নে দিলশান ও উপুল থারাঙ্গা দেশটির হয়ে ব্যাক টু ব্যাক শতক করেন। আউট হওয়ার আগে ১১৬ রান করেন।
দিকভেল্লার ১১৬, গুনাথিলাকার ৮৭, অ্যাঞ্জেলো ম্যাথুস ৪২ ও উপুল থারাঙ্গার ২২ রানে ভর করে ৫০ ওভারে চয় উইকেটে ৩০০ রান করে শ্রীলঙ্কা।
৩০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬৭ রান যোগ করেন হ্যামিল্টন মাসাকাদজা ও সুলেমান মিরে। মাসাকাদজা ২৮ ও মিরে ৪৩ রান করেন। তিনে ব্যাট করে নামা মুসাকান্দার করেন ৩০ রান। এরপর ম্যালকম ওয়ালার ১৩ বলে করেন ২০ রান। তবে ৫৫ বলে ৫৯ রান করে দলকে জিতিয়ে দেন ক্রেইগ আরভিন।