ধুনটে যমুনায় বাঁধের পূর্বতীরে দু’হাজার পরিবার পানিবন্দি


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

 

আমিনুল ইসলাম শ্রাবণ.


    বগুড়ার ধুনট উপজেলা যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অভ্যন্তরে ২ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। উজান থেকে নেমে আসা পানিতে যমুনা নদীর তীর উপচে বাঁধের পূর্বতীরের গ্রাম গুলো প্লাবিত হয়।

    বগুড়া পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে শনিবার বিকেল ৬টায় যমুনা নদীতে পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এরআগে ২৪ ঘন্টায় ১১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এদিকে ধুনট উপজেলায় গত বৃহস্পতিবার থেকে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেতে শুরু করে। পানি বৃদ্ধির ফলে শুক্রবার থেকে যমুনা নদীর তীর উপচে পানি লোকালয়ে প্রবেশ করে। এতে বাঁধের পূর্ব তীরের পুকুরিয়া, ভূতবাড়ী, কৈয়াগাড়ী, ভান্ডারবাড়ী, বানিয়াজান, শিমুলবাড়ী, রাধানগর, মাধবডাঙ্গা, শহরাবাড়ী ও বৈশাখী চরের প্রায় ২ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি এলাকার মানুষ যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিচ্ছে।

    ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন শ্যামল ধুনট বার্তাকে বলেন, ভান্ডারবাড়ী ইউনিয়নে যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অভ্যন্তরের গ্রামগুলোর মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অধিকাংশ মানুষ বাঁধে আশ্রয় নিচ্ছে। এসব মানুষের জন্য বিশুদ্ধ খাবার পানি, স্বাস্থ্য সম্মত টয়লেট ও ত্রাণ সহায়তা প্রয়োজন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ