ধুনট (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার ধুনট সদর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য কালু মিয়ার বিরুদ্ধে পত্রিকা বিক্রেতাকে প্রতিবন্ধী বাবলু মিয়াকে মারধর করেছে। এ ঘটনায় আহত প্রতিবন্ধি ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, চান্দারপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে বাবলু মিয়া শারীরীক প্রতিবন্ধী। দৈনিক পত্রিকা বিক্রি করে বাবলু মিয়া পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করে। বাবলু মিয়া প্রতিবন্ধীতার সুযোগ নিয়ে ইউপি সদস্য কালু মিয়া প্রায়ই ইয়ার্কি করতো। বিশেষ করে বাবলু মিয়ার স্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করে ওই ইউপি সদস্য মজা লুটতো। গত রোববার চান্দারপাড়া গ্রামের মোরতাজের দোকানের সামনে প্রতিবন্ধী বাবলু মিয়া ও তার স্ত্রী রেখা খাতুনকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করে কালু মিয়া। এতে বাবলু মিয়া ক্ষিপ্ত হয়ে তার প্রতিবাদ করে। এক পর্যায়ে কালু মিয়া ও একই গ্রামের তোফাজ্জলের ছেলে মুনজু মিয়া প্রতিবন্ধী বাবলু মিয়াকে মারধর করে। এসময় বাবলু মিয়াকে উদ্ধারের চেষ্টা করলে রেখা খাতুনকেও মারধর করে ওই ইউপি সদস্য।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় ইউপি সদস্য কালু মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে প্রতিবন্ধী বাবলু মিয়া। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।