কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি.
পরিবার পরকল্পনা জনগণনের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন -এই প্রতিপাদ্যে মঙ্গলবার কাজীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। সকাল ১০ টায় এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল।
কাজীপুর পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশেষ অতিথি হিসাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা সাজ্জাত মাসুদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ ভৌমিক, ডাঃ চিত্রা ঘোষ, হুমায়ুন কবির, চেয়ারম্যান আতিকুর রহমান নাননু প্রমূখ বক্তব্য রাখেন।

