চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, দুই পাইলট অক্ষত

নিউজ ডেস্ক.


চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। তবে সেসময় বিমানে থাকা দুই পাইলট অক্ষত আছেন। বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জুনায়েদ জানিয়েছেন, দুর্ঘটনার সময় দুই পাইলট উইং কমান্ডার নাজমুল ও কো-পাইলট স্কোয়াড্রন লিডার কামরুল প্যারাস্যুটের মাধ্যমে আত্মরক্ষা করতে পারলেও বিমানটি বিধ্বস্ত হয়। পরে বিমান বাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টারের দুই পাইলটকে নিয়ে যায়।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, চট্টগ্রাম বিমান ঘাঁটি থেকে বেলা ২টায় উড্ডয়নের কিছুক্ষণ পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ওয়াই এ কে ১৩০ প্রশিক্ষণ বিমানটির। দুপুর আড়াইটার দিকে লোহগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের ফরিদারঘোনার দুর্গম এলাকায় সেটি বিধ্বস্ত হয়।

এ বিষয়ে লোহাগড়ার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নিরাশ দাস সাগর জানান, উদ্ধার অভিযান এখনো চলছে এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ