কাজীপুরে বিদ্যুৎস্পর্শে রাজমিস্ত্রীর মৃত্যু

 

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি.


 

 

কাজীপুর উপজেলার সদর গ্রামে বুধবার দুপুরে বিদ্যুৎস্পর্শ হয়ে এক জনের মৃত্যু হয়েছে।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাজীপুর সদরের মৃতৃ হোসের আলীর পুত্র ও সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য রেফাজ উদ্দিন মাষ্টারের ছোট ভাই রাজমিস্ত্রী রফিকুল ইসলাম (৫২) কাজীপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নির্মাণাধীন ছাদে কাজ করার সময় ছাদের উপরে বিদ্যুতের তারে জড়িয়ে পরে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে অন্যান্য শ্রমিকরা তার লাশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা করা হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেয়ে এসেছে। কাজীপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা শফিকুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ