ধুনট (বগুড়া) প্রতিনিধি.

বগুড়ার ধুনট উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ধুনট প্রেস ক্লাবের সভাপতি রফিকুল আলম।
উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন, ধুনট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, যুগ্ম সম্পাদক বাবুল ইসলাম, সাংবাদিক জহুরুল ইসলাম ও উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মসলিম উদ্দিন।
মতবিনিময় সভায় জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।


