Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আবদুল জলিল. কাজীপুর (সিরাজগঞ্জ) থেকে
একবিংশ শতাব্দীর মানুষ উন্নয়নে বিশ্বাসী। আর উন্নয়ন চায় বলেই এদেশের জনগণ বাারবার উন্নয়নের রূপকার জননেত্রি শেখ হাসিনার নেতৃত্বে আ.লীগকে ক্ষমতায় দেখতে চায়। রবিবার দুপুরে সিরাজগঞ্জের কাজীপুরে আমিনা মনসুর টেক্সটাইল ইনস্টিটিউট এর ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, লন্ডনে বসে বেগম জিয়ার ও তার সন্তান মিলে দেশকে আকার্যকর করতে আগামী নির্বাচনকে ভন্ডুল করার ষড়যন্ত্র করছে। তিনি সন্ত্রাসীদের জন্যে নানাভাবে মায়াকান্না শুরু করে দিয়েছেন।
নাসিম বলেন, যে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ আমেরিকা – ইউরোপকে ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করে মন্ত্রি বলেন, এখন সময় এসেছে দলীয় নেতাকর্মিদের একতাবন্ধ হবার। দেশবিরোধী শত্রুদের শক্তহাতে দমন করে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে হবে।
নাসিম আরো বলেছেন- কোন চক্রান্ত ষড়যন্ত্র করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। নির্বাচন কমিশন ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে। এর কোন বিকল্প নেই। আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে পরাজিত করতে পারবেনা বলেই বিএনপি দেশী বিদেশী চক্রান্তের পথে পা দিয়েছে। তাদের এই চক্রান্ত সফল হবে না। এ দেশের জনগণ শান্তি ও উন্নয়নের পক্ষে থাকবে। যে কোন অশুভ শক্তির চক্রান্ত নস্যাৎ করে দেবে।
তিনি বলেন চরাঞ্চলের মানুষের জন্যে মনসুরনগর, নাটুয়ারপাড়া এবং নিশ্চিন্তপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র গত শনিবার উদ্বোধন করা হয়েছে। এতে করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূলের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেবার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই দুর্গম চরাঞ্চলে মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে তা পূরণ করা হলো। কাজীপুরের উন্নয়ন কার্যক্রম শেষ করতে তিনি সবার সহযোগিতকা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকা, পাট মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব, কাজীপুরের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, কাজীপুর পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, উপজেলা আ.লীগের সভাপতি শওকত হোসেন, সাধারন সম্পাদক খলিলুর রহমান, যুগ্ন সম্পাদক ছাইদুল ইসলাম, আব্দুল হান্নান তালুকদার, গান্দাইল ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম, ঠিকাদারী প্রতিষ্ঠানে নাজমুল আলম প্রমূখ।