এবার দ.কোরিয়ায় যুক্তরাষ্ট্রের পরমাণু সাবমেরিন

নিউজ ডেস্ক.

এবার দক্ষিণ কোরিয়ায় একটি পরমাণু সাবমেরিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএসএস মিসিগান নামের সাবমেরিনটি মঙ্গলবার দেশটির বুসান বন্দরে নোঙর করেছে।
উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা যখন তুঙ্গে এবং উত্তর কোরীয় সেনাবাহিনীর ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রাক্কালে কোরীয় উপদ্বীপে ক্ষেপণাস্ত্রবাহী এই সাবমেরিন মোতায়েন করলো ট্রাম্প প্রশাসন। আশঙ্কা করা হচ্ছে, দিবসটি উপলক্ষে পিয়ংইয়ং নতুন ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক বোমার পরীক্ষা চালাতে পারে।
পারমাণবিক শক্তিচালিত ইউএসএস মিসিগান পানির নিচ থেকে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র ও টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়তে সক্ষম।
দক্ষিণ কোরিয়ায় মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবেই ইউএসএস মিসিগান বুসানে নোঙর করেছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া নৌবাহিনীর মৈত্রী সম্পর্ক আরো জোরদার হবে।
এর আগে, বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসনের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপকে কোরীয় উপদ্বীপের কাছাকাছি পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরে পাঠায় যুক্তরাষ্ট্র। রবিবার উত্তর কোরিয়া এক আঘাতেই কার্ল ভিনসনকে ডুবিয়ে দেয়ার হুমকি দেয়। এরপরই পরমাণু ডুবোজাহাজকে পাঠাল আমেরিকা। সূত্র: বিবিসি

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ