জয়ের জন্যই মাঠে নামবো: মাশরাফি

নিউজ ডেস্ক.

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি ক্যাম্পের জন্য বুধবার ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘জয়ের জন্যই আমরা মাঠে নামবো।’
মাশরাফি বলেন, ‘আয়ারল্যান্ড আর ইংল্যান্ডের আবহাওয়া ভিন্ন। তবে, আমাদের ভালো প্রস্তুতি রয়েছে। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগেও আমরা অনুশীলন ক্যাম্প করেছি। সেটা সফরে আমাদের কাজে দিয়েছে। আমরা নিউজিল্যান্ড সফরে ভালো করেছি। এবারো চ্যাম্পিয়নস ট্রফির আগে সাসেক্সে ক্যাম্প করব, ত্রিদেশীয় সিরিজে অংশ নেব। এটাও আমাদের জন্য ভালো ফলাফল বয়ে আনবে।’
মাশরাফি আরও বলেন, ‘প্রস্তুতি ক্যাম্প সব সময়ই ভালো। আর আমার মতে, প্রস্তুতি ম্যাচ সব সময়ই প্রস্তুতির অংশ। এখানে জয়-পারজয় মাপা ঠিক না। আমরা ত্রিদেশীয় সিরিজ জিতলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটা কাজে লাগবে। গত বিশ্বকাপে আমরা শুরুর দিকের ম্যাচ জেতায় আত্মবিশ্বাস বেড়েছিল। পরের দিকে আমরা অনেক দূর গিয়েছিলাম। ২০-২৫ দিনের প্রস্তুতিতে বলা যায় না সেখানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। তবে, প্রথম দিকে জয় পেলে সেটা পরের ম্যাচে প্রভাব ফেলে, আত্মবিশ্বাস বাড়ে।’
আগামী ১২-২৪ মে আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর ১-১৮ জুন ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেবে টাইগাররা।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ