কাজীপুর প্রতিনিধি.
কাজীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মরহুম আল আমিন তালুকদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ছাত্রলীগ সভাপতি শাহিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে মরহুম আল আমিন তালুকদারের কর্মময় জীবনের উপর আলোচনায় অংশ নেন কাজীপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ বকুল সরকার, ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, উপজেলা আ.লীগ সভাপতি শওকত হোসেন, সাধারন সম্পাদক খলিলুর রহমান সিরাজী, যুগ্ন সম্পাদক ছাইদুল ইসলাম, যুবলীগ সভাপতি জিয়াউর রহমান স্বাধীন, ছাত্রলীগের সহসভাপতি ইউনুস উদ্দিন, শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আলী আসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, জেলা ছাত্রলীগ সহসভাপতি শাওন, সদস্য তমাল, বাপ্পী, মরহুমের ছোট ভাই পারভেজ আহমেদ তালুকদার প্রমূখ। এসময় ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মিগণ উপস্থিত ছিলেন। পরে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।


