কলেজছাত্র রাজন হত্যায় ১২ জনের ফাঁসি

নিউজ ডেস্ক.



টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বেলুটিয়াপাড়া গ্রামে কলেজছাত্র রাজন হত্যা মামলায় ১২ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এই দণ্ডাদেশ দেন।

রায় শুনানির সময় সর্বোচ্চ সাজার আদেশ পাওয়া ১২ আসামির মধ্যে আটজন কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকিরা শুরু থেকেই পলাতক।

উল্লেখ্য, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৪ সালের ১৩ এপ্রিল ভূঞাপুরের ভালকুটিয়া গ্রামে কলেজছাত্র রাজন সরকারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। রাজন ধনবাড়ি ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

এ ঘটনায় রাজন সরকারের বাবা লাল মিয়া সরকার বাদী হয়ে ওইদিন রাতেই ১৯ জনের বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলে আদালতে তাদের বিচার শুরু হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ