আব্দুল হালিম খোকন জেলা পর্যায়ে শ্রেষ্ট সভাপতি নির্বাচিত


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি.



    বগুড়ার শেরপুর উপজেলার বাগ্ড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হালিম খোকন জেলা পর্যায়ে শ্রেষ্ট সভাপতি নির্বাচিত । প্রাথমিক শিক্ষা পদক ২০১৭ ইং বগুড়া জেলা শিক্ষা অফিসার হোসেন আলী ও বাছাই কমিটির সদস্যগণ কর্তৃক শেরপুর উপজেলার বাগ্ড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হালিম খোকন কে শ্রেষ্ট সভাপতি নির্বাচিত করেন।

    বৃহস্পতিবার বিষয়টি ‘ ‌‌‌‍‍‍‍‍‍ধুনট বার্তা’ কে নিশ্চিত করেছেন শেরপুর উপজেলা শিক্ষা অফিস আব্দুল কাইয়ুম। ২০১৩ সালের জুন বাগ্ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, যার ফলে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হয়েছে এবং তিনি তৃতীয় বার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকা রওশনারা পারভিন বলেন, আব্দুল হালিম খোকন সভাপতি হওয়ার পর থেকে বিদ্যালয়ের অনেক কিছুই হয়েছে, যা আমাদের ভবনায়ই ছিলো না।

    আব্দুল হালিম খোকন ‘ ‌‌‌‍‍‍‍‍‍ধুনট বার্তা’ বলেন, এই প্রাপ্তি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী সবার। আমি সবার সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যেতে চাই। আব্দুল হালিম খোকন বগুড়া জেলার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগ্ড়া বড় বাড়ী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা আব্দুস ছালাম, মাতা শেফালী ছালামের ৩য় সন্তান, চার ভাইয়ের মধ্যে সে ৩য়, পেশায় একজন ব্যবসায়ী, ব্যক্তিগত জীবনে এক পুত্র ও এক কন্যা সন্তানের বাবা।

    তিনি সৈয়দা কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি, শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি, গোল্ডেন ভ্যালী ওয়ার্ল্ড স্কুলের সভাপতি, শেরপুর বিজ্ঞান ও কারিগরি মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সদেস্য, কল্যাণী কারিগরি কলেজের ম্যানেজিং কমিটির সদস্য, শেরপুর উপজেলা মডেল মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য, সুধি সমাজের সামাজিক সংগঠন (সচল) সংঘের প্রচার ও প্রকাশনা সম্পাদক। নাগরিক স্বার্থ সংরক্ষন কমিটির কার্য নির্বাহী সদস্য।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ