শাকিবকে নিয়ে চলচ্চিত্র নির্মাণে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক.

ঢাকাই ছবির কিং খান খ্যাত চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে চলচ্চিত্র নির্মাণে নিষেধাজ্ঞা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। পরিচালকদের মানহানি করে অসম্মানজনক বক্তব্য দেয়ায় সোমবার পরিচালক সমিতি থেকে এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সমিতির মহাসচিব বদিউল আলম খোকন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, শাকিব খান পরিচালকদের হেয় করেছেন। এর পরিপ্রেক্ষিতে পরিচালক সমিতি শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। বিষয়টির সম্মানজনক সুরাহা না হওয়া পর্যন্ত শাকিব খান এই অলিখিত ‘নিষেধাজ্ঞা’র কবলে থাকবেন।
এর আগে গত সপ্তাহে শাকিব খানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। পরিচালকদের ‘বেকার’ বলে অসম্মানিত করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান ‘নাম্বার ওয়ান শাকিব খান’ ছবির পরিচালক বদিউল আলম খোকন।
খোকন বলেছিলেন, ‘শাকিবের ব্যক্তিগত সমস্যার কারণে তিনি পরিচালকদের এভাবে বেকার বলে ছোট করতে পারেন না। তিনি যা বলেছেন তা অবমাননাকর।’
সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাতকারে শাকিব বলেন, ‘এখন যেহেতু বেশি সিনেমা হচ্ছে না, তাই বেকার লোকের সংখ্যাও বেশি। পরিচালক সমিতির তালিকা দেখবেন, অনেক পরিচালক। তারা এফডিসিতে আড্ডা মারছেন কিন্তু কাজ করছেন না। প্রযোজকের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা। শিল্পীদের ক্ষেত্রেও তাই। অনেক শিল্পী নিবন্ধিত আছেন কিন্তু কাজ করছেন কতজন? আমার মনে হয় এই দেশে নাম্বার ওয়ান হওয়াটা একটা যন্ত্রণার ব্যাপার। একদিন বা দুই দিনের জন্য হলে ঠিক আছে, কিন্তু দীর্ঘদিন প্রথম স্থান ধরে রাখলে শত্রুর অভাব হয় না। ব্যাপার না, আমার নামে সুনাম-বদনাম দুই-ই চলতে হবে।’
এর আগে নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করে গোপন রাখা এবং সন্তান নিয়ে টিভির পর্দায় হাজির হওয়ার কারণে অপুকে মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে বিতর্কিত হন দেশসেরা নায়ক শাকিব খান। অনেক জল ঘোলা করে এখন তাদের সম্পর্ক স্বাভাবিক। বর্তমানে তারা একসাথে থাকছেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ