ধুনটে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

ইমরান হোসেন ইমন.


বগুড়ার ধুনটে অর্থ ঋণ মামলায় দেলোয়ার হোসেন (৪৫) নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সে পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের মৃত আতাহার আলীর ছেলে।
ধুনট থানার এসআই খোকন কুন্ডু এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকে ২ লাখ টাকা ঋণ সহায়তা নিয়েছিলেন। কিন্তু দীর্ঘ দিনেও তিনি ঋন পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ২০১৬ সালে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করে। কিন্তু এরপর থেকেই সে পলাতক ছিল। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ