Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে আকস্মিক বিস্ফোরণে ৩০ তালেবান জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার প্রদেশটির উত্তরাঞ্চলীয় জেলা বালা বুলকের পিওয়া পেসাওয়ে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের আগে জঙ্গিরা সরকারি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালায়।
প্রাদেশিক সরকারের এক মুখপাত্র শুক্রবার সিনহুয়াকে বলেন, আত্মঘাতী বোমা হামলাকারীরা জ্যাকেট পরে প্রস্তুতি নেয়ার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৩০ জঙ্গি নিহত এবং কয়েকজন আহত হয়।
আফগানিস্তানে বার্ষিক সন্ত্রাসী হামলার ঘোষণার পর এপ্রিল থেকে তালেবান বেশ কয়েকবার হামলা চালিয়েছে। এতে, শত শত মানুষকে হত্যা ও আহত করেছে।
এ বিষয়ে তালেবান জঙ্গি গ্রুপ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।