Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
ক্রীড়া ডেস্ক.
অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের পর তিন দিনের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল টাইগারা। তবে বৃষ্টির কারণে চট্টগ্রামে মুশফিকুর রহিমের লাল দল ও তামিম ইকবালের সবুজ দলের তিন দিনের প্রস্তুতি ম্যাচের তৃতীয় ও শেষ দিন পরিত্যক্ত হয়ে গেছে। ফলে ড্র’ই হলো তিন দিনের প্রস্তুতি ম্যাচটি।
প্রথম ইনিংসে মুশফিকের দলের ৯ উইকেটে ১৪০ রানের জবাবে ২৮৩ রান করেছিল তামিমের দল। দলের পক্ষে অধিনায়ক তামিম ২৯, মোমিনুল ৭৩, নাসির ৬২ ও তানবীর ৫১ রান করেন। মুশফিকের দলের রুবেল হোসেন ও সাকলাইন সজীব ৩টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে ১৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ২৪ রান করে মুশফিকের দল। ওপেনার সৌম্য সরকার ৯ ও নাজমুল হোসেন শান্ত ৭ রানে অপরাজিত ছিলেন। কিন্তু তৃতীয় ও শেষ দিনটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচে পুরোপুরিভাবে অনুশীলন করতে ব্যর্থই হলো মুশফিক-তামিমরা।