বিনোদন ডেস্ক.

কখনো সালমান খানকে ‘আইএসআই এজেন্ট’ বলেছেন। আবার কখনো বিগ বসের ঘরেই সকলের সামনে প্রস্রাব করেছেন। মোট কথা বিতর্ক দিয়েই বেশিরভাগ সময় খবরের শিরোনামে থাকতে ভালোবাসেন স্বঘোষিত ধর্মগুরু স্বামী ওম। এবার অবশ্য কোনো বিতর্কে জড়াননি। একেবারে গ্রেফতার হয়েছেন তিনি।
বৃহস্পতিবার দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা দিল্লির ভজনপুরা এলাকা থেকে গ্রেফতার করে তাকে। তবে গ্রেফতারের প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়।
কিছু সূত্রের দাবি, ভাইয়ের সাইকেল ও গুরুত্বপূর্ণ নথি চুরির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। নয় বছর আগের সেই মামলায়ই গ্রেফতার করা হয়েছে স্বামী ওমকে। ২০০৮ সালের নভেম্বরে বিনোদানন্দ ঝা ওরফে স্বামী ওমের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলেছিলেন তার ভাই প্রমোদ ঝা।

