রিয়েলিটি শো’র জনপ্রিয় এ চ্যাম্পিয়নরা কোথায়


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বিনোদন ডেস্ক.



    টিভি চ্যানেল খুললেই দেখা যায় বিভিন্ন ধরনের রিয়েলিটি শো। হতে পারে তা নাচ, গান কিংবা কৌতুকের। এসব রিয়েলিটি শো থেকে কখনো কখনো বেরিয়ে এসেছে অনেক বড় বড় শিল্পী। যেমন- অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল। তবে রিয়েলিটি শো-তে দর্শকদের নজর কাড়লেও অনেকেই আবার হারিয়ে গেছেন কালের গর্ভে।

    রাহুল রায়: ১৯৯০-এর ব্লকবাস্টার ছবি ‘আশিকি’ দিয়ে সিনে দুনিয়ায় পা রাখেন রাহুল। রিয়েলটি শো ‘বিগ বস ১’-এর বিজয়ীও হয়েছিলেন তিনি। এরপর থেকে আর লাইম লাইটে দেখা যায়নি তাকে।

    কাজি তৌকির: ২০০৫ সালে ইয়ং জেনারেশনের মধ্যে সেনসেশন ছিলেন তিনি। ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ থেকে জনপ্রিয়তা পান। এই রিয়েলটি শোয়ে জয়ীও হয়েছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে আর তেমন সফল হতে পারেননি কাজি।

    রূপরেখা বন্দ্যোপাধ্যায়: ২০০৫-এর ‘ফেম গুরুকূল’এ কাজির সঙ্গে জয়ী হয়েছিলেন তিনিও। তার গলায় ‘ইয়ে পল’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু গায়িকা হিসেবে তেমন সফল হতে পারেননি বাংলার মেয়ে রূপরেখাও।

    রাজস্মিতা কর: ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ থার্ড সিজনের বিজয়ী ছিলেন রাজস্মিতা। কিন্তু রিয়েলটি শো শেষ হওয়ার পর আর খুঁজে পাওয়া যায়নি তাকে।

    বিপুল মেহতা: ২০১২ সালের ‘ইন্ডিয়ান আইডল’র সিজন ৬-এ জয়ী হয়েছিলেন বিপুল মেহতা। সে সময় জনপ্রিয়তা থাকলেও পরবর্তীতে মানুষের মন থেকে মুছে যান বিপুল।

    অঙ্কন সেন: হৃত্বিক রোশনের ডান্স রিয়েলটি শো ‘জাস্ট ডান্স’-এর প্রথম সিজনের উইনার ছিলেন অঙ্কন। কিন্তু এরপর আর লাইম লাইটে দেখা যায়নি তাকে।

    অ্যান্টোনি ইয়হে: ‘রোডিজ’ সিজন ৪-এর পর আর খবরে দেখা যায়নি আন্টোনিকে।

    এলেস পারুজানওয়ালা: ২০০৯-এ ‘রাখি কা সয়ম্বরা’য় জয়ী হয়ে রাখি সাওয়ান্তকে বিয়ে করছিলেন এলেস। যদিও সূত্রমতে, রিয়েলটি শোতে যাই দেখাক না কেন, আসলে রাখিকে বিয়ে করেননি মার্কিন শিল্পপতি এলেস। শো জেতার পর অবশ্য তাকে আর কখনো লাইমলাইটে পাওয়া যায়নি।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ