দ. চীন সাগর ও ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

নিউজ ডেস্ক.



ফিলিপাইনের প্রধান লুজন দ্বীপের বতানগাস প্রদেশে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। শুক্রবার ফিলিপাইনের ভূ-কম্পন সংস্থা একথা জানায়।

তবে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ১৪.০০৬৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১২০.৭০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, ভূপৃষ্ঠের ১৬৮.১৫ কিলোমিটার গভীরে।

এদিকে, দক্ষিণ চীন সাগরে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার বেইজিং সময় শুক্রবার বেলা ১টা ২৮ মিনিটে এটি আঘাত হানে। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) সিনহুয়াকে একথা জানায়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ১৪ দশমিক ৩৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ১২০ দশমিক ৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। তবে, ভূমিকম্পে হতাহত অথবা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ