আকাশছোঁয়া দামে কুমিল্লায় বাটলার

ক্রীড়া ডেস্ক.



বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন ইংল্যান্ড ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। ইতিমধ্যে বাটলারের অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে কুমিল্লা কর্তৃপক্ষ।

জানা গেছে, এবারের বিপিএলে পুরোটা সময়েই ইংলিশ উইকেটরক্ষককে পাচ্ছে দলটি। আর এই পুরো আসরে বাটলার পেতে যাচ্ছেন ২ কোটি ১০ লাখ টাকার বেশি পারিশ্রমিক। ইংল্যান্ডের শীর্ষ দৈনিক গার্ডিয়ান এমনটিই জানিয়েছে।

বাটলার এখন পর্যন্ত ১৮৫টি টি-টোয়েন্টি ম্যাচে ২৮.৭৭ গড়ে ৩৭১২ সংগ্রহ করেছেন বাটলার। যেখানে ১৫০ স্ট্রাইকরেটে তার অর্ধশতক ২১টি।

এদিকে প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসা বাটলারকে পেয়ে বেশ উচ্ছ্বসিত কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল। ইংলিশ হার্ডহিটার এই ব্যাটসম্যানের ব্যাটে শিরোপা জয়ের প্রত্যাশাও করছে তারা।

বাটলারসহ মোট ১১ জন বিদেশী ক্রিকেটারকে দলে ভেড়ালো কুমিল্লা। তারা হলো- হাসান আলী, শোয়েব মালিক, ফখর জামান, ইমরান খান জুনিয়র, মোহাম্মদ নবী, রশিদ খান, কলিন মুনরো, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ড্যারেন ব্রাভোকে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ