চট্টগ্রামে বিষপানে যুবকের আত্মহত্যা

নিউজ ডেস্ক.



চট্টগ্রাম নগরীতে পারিবারিক কলহের জেরে নান্টু দে (২৯) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে।

শনিবার সকালে নগরীর আকবরশাহ থানার কাট্টলি এলাকায় এঘটনা ঘটে। নিহত নান্টু দে একই এলাকার নারায়ন দে’র ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিবার্তাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে সকালে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন নান্টু। গুরুতর আহত অবস্থায় তাকে বেলা সাড়ে ১১ টার দিকে চমেক হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ