Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
ক্রীড়া ডেস্ক.
৬ বলে ৬ উইকেট! ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা খুব একটা আছে বলে মনে হয় না। তবে এবার এমনই এক রেকর্ডের জন্ম দিয়েছে ইংল্যান্ডের এক কিশোর। তার নাম লুক রবিনসন। সে ফিলাডেলফিয়া ক্রিকেট ক্লাবের অনুর্ধ্ব-১৩ দলের হয়ে খেলে।
তার বাবাও একজন ক্রিকেটার। ক্যারিয়ারে হ্যাটট্রিক রয়েছে। তবে ছেলের কীর্তিটা কখনো গড়তে পারেননি তিনি। সেটা আক্ষেপও বটে। ছেলের কীর্তিতে বোধ হয় সেই আক্ষেপ ঘুচে গেল স্টিফেনের।
১৩ বছল বয়সি রবিনসন ইংল্যান্ডের উত্তর-পূর্বে ডারহাম শহরের অদূরে ল্যাংলি পার্কে একটি ম্যাচে এক ওভারেই প্রতিপক্ষের ৬ ব্যাটসম্যানকে পরাস্ত করে। রবিনসন যখন বোলিং করছিল, সেই প্রান্তের আম্পায়ার তার বাবা স্টিফেন। ফিল্ডিংয়ে ছিল ছোট ভাই ম্যাথু। রবিনসনের মায়ের ভূমিকা ছিল স্কোরারের। দাদা গ্লেন ছিলেন দর্শকের ভূমিকায়।
ছেলের কীর্তি নিয়ে বাবা স্টিফেন বলেন, ‘দারুণ অভিজ্ঞতা ছিল এটি। আমি তিন বছর ধরে খেলেছি। নামের পাশে হ্যাটট্রিক রয়েছে আমার। কিন্তু এই কীর্তি (৬ বলে ৬ উইকেট) কখনো গড়া হয়নি। সময় থমকে দাঁড়িয়েছে, আর ভেবেছিলাম, এমনটা কি সত্যিই ঘটেছে?’