নীলফামারীতে প্রাথমিকের পরীক্ষা স্থগিত

নীলফামারী প্রতিনিধি


দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নীলফামারী সদর উপজেলায় প্রাথমিক পর্যায়ের শনিবারের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ।

সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন জানান, শনিবার দুই শিফটে গণিত পরীক্ষার তারিখ নির্ধারণ ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেটি স্থগিত রাখা হয়েছে। সুবিধামতো সময়ে আজকের পরীক্ষা নিয়ে নেয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার বণিক বলেন, নীলফামারী সদরে ২শ’ শিক্ষা-প্রতিষ্ঠান রয়েছে। উপজেলা শিক্ষা অফিসের সিদ্ধান্ত মোতাবেক আজকের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ