Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আশরাফুল আলম.
বগুড়ার ধুনটে পূর্বশত্রুতার জের ধরে বসত বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের আমিনুর রহমানের বাড়িতে হামলার ঘটনা ঘটে।
অভিযোগকারী আমিনুর ইসলাম বলেন, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ একই এলাকার জাহের আলী(৬০) ও তার লোকজন হাতে লাঠিসোটা দেশীয় অস্ত্র নিয়ে অর্তকিতভাবে আমার বসত বাড়ীতে অনধিকার প্রবেশ করে টিনের বেড়া কেটে ঘরের ভিতরে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে অনুমান প্রায় ৫০,০০০/- টাকা সাধন করে। তখন আমার স্ত্রী সুফিয়া খাতুন ভাংচুর করতে নিষেধ করলে তার উপর ক্ষিপ্ত হয়ে এলোপাথারিভাবে মারপিট করে ও তার পড়নের কাপড় টানা হেচরা করে বিবস্ত্র করে ফেলে। একপর্যায়ে আমি ও আমার শ্বাশুড়ি মারপিট করতে বাধা দিলে আমাকেও মারপিট করে। মারপিটের এক পযায়ে আমি মাটিতে পড়ে গেলে বাক্সে জমি ক্রয় করার জন্য রাখা নগদ ৬০,০০০/- টাকা অসৎ উদ্দেশ্যে বাহির করে নেয়। অতপর আমাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষ বিভিন্ন প্রকার ভয় ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এঘটনায় কোন অভিযোগ হয়নি, অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।