নিউজ ডেস্ক.

ইরানের খোরাসান রাজাভি প্রদেশের চার শহরে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৮ জন মারা গেছেন। বন্যা উপদ্রুত দারগাজ, কুচান, নিশাপুর এবং কালাত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
অ্যাম্বুলেন্স ও ত্রাণ সামগ্রীসহ ১৯০ জন ত্রাণকর্মীকে উপদ্রুত এলাকাগুলোতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন খোরাসান রাজাভি প্রদেশের রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক মুজতবা আহমাদি।
প্রায় সাড়ে ৪০০ মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে ঠাঁই নিয়েছেন। এ ছাড়া, কালাতের কাছে একটি গ্রামে আটকে পড়া ৪০ পর্যটককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মাশাদ নগরীর দমকল বাহিনী।
এর আগে, এপ্রিলে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে ইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় চার প্রদেশে ৪৮ ব্যক্তি নিহত হয়েছিল। সূত্র : আলজাজিরা

