নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি.

বগুড়ার নন্দীগ্রামে পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ বিপ্লব আলী (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রাম থেকে বিপ্লব আলীকে ৯৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। সে গোপালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। তার বিরুদ্ধে থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

