ষোড়শ সংশোধনীর রায়ে ইতিহাস বিকৃতি হয়েছে: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক.



ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে অগ্রহণযোগ্য বক্তব্য ব্যবহার করা হয়েছে বলে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এ বক্তব্যের মাধ্যমে ইতিহাস বিকৃতি করা হয়েছে। এ সব এক্সপাঞ্জ করার প্রয়োজন হলে রিভিউ করবে সরকার।

আজ রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

এসময় আইনমন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, মাননীয় প্রধান বিচারপতির রায়ে আপত্তিকর ও অপ্রাসঙ্গিক বক্তব্য আছে। এগুলো ইতিহাস বিকৃতি করেছে। সেগুলো এক্সপাঞ্জ করার উদ্যোগ আমরা নিয়েছি। এগুলো এক্সপাঞ্জ করার জন্য সুপ্রিম কোর্টের বিধান অনুযায়ী যদি রিভিউ করার প্রয়োজন হয়। তাহলে আমরা রিভিউ করবো।

৫৭ ধারার অপরাধকে স্পষ্ট করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়ে মন্ত্রী বলেন, ৫৭ ধারার অপরাধ স্পষ্ট নয়, তাই এই ধারার অপব্যবহার হচ্ছে। আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করছি। ৫৭ ধারার অপরাধকে স্পষ্ট করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, সাজার বিষয়ে অপরাধ অনুযায়ী শাস্তির বিধান করা হবে। আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তৈরি হোক তারপর বিষয়টি নিয়ে কথা যেতে পারে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোরসালীন নোমানী।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ