মান্দায় বেড়িবাঁধ ভেঙে ২০০ পরিবার পানিবন্দি


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নওগাঁ প্রতিনিধি.


    নওগাঁর মান্দার নূরুল্ল্যাহবাদ ইউনিয়নে আত্রাই নদীর উভয় তীরে বেড়িবাঁধের দুটি স্থান ভেঙে প্রায় দুইশো পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়া প্রায় ১০০ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে।

    রবিবার আত্রাই নদীর বিপদ সীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। সকাল ৯টায় নূরুল্ল্যাবাদ গ্রামে আত্রাই নদীর বাম তীরে এবং দুপুর ১২টায় নূরুল্ল্যাবাদ উত্তরপাড়া গ্রামে আত্রাই নদীর ডান তীরে ভেঙে যায়।

    নওগাঁ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, কয়েকদিনের বৃষ্টিতে আত্রাই নদীতে উজান থেকে নেমে আসা পানি বৃদ্ধি পেতে থাকে। এজন্য সকাল থেকে ওই দুই এলাকা হুমকির মুখে ছিল। একপর্যায়ে পানির চাপে ভেঙে যায়। এতে দুটি এলাকার প্রায় দুইশো পরিবার পানিবন্দি এবং প্রায় ১০০ হেক্টর ফসলি জমি তলিয়ে যায়।

    এছাড়া জেলার ধামইরহাট উপজেলার শিমুলতলী আত্রাই নদীর পানি বিপদসীমার ১২০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং মান্দার জোতবাজারে আত্রাই নদীর পানি বিপদসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

    মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম বাঁধ ভেঙে পরিবার পানিবন্দি ও ফসলি জমি তলিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ