অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

ক্রীড়া ডেস্ক.



    দরজায় কড়া নাড়ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর। দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে বাংলাদেশের আবহাওয়ায় ডারউইনে অনুশীলন ক্যাম্প করছে অজিরা।

    প্রস্তুতি পর্বের অংশ হিসেবে এবার নিজেদের মধ্যে দু’দলে ভাগ হয়ে তিনদিনের প্রস্তুতি ম্যাচে লড়তে যাচ্ছে স্মিথ-ওয়ার্নাররা। টেস্ট ক্রিকেটের সব আবহ ধরে রেখে সোমবার থেকে শুরু হতে যাওয়া তিনদিনের ম্যাচটিকে সামনে রেখে শনিবার স্মিথ একাদশ ও ওয়ার্নার একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

    বাংলাদেশ সফরের দলে থাকা ১৪ জন ক্রিকেটারের সাথে প্রস্তুতি ম্যাচের জন্য ক্যাম্পে ডাক পেয়েছেন রাভিস হেড, অ্যাডাম জ্যাম্পা, কেন রিচার্ডসন, মার্কাস স্টয়নিস, ক্রিস ট্রেমেইন, জন হল্যান্ড।

    কোনো সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলা অস্ট্রেলিয়ার নিয়মিত আয়োজন হলেও এবার পুরোপুরি টেস্ট ক্রিকেটের আবহ ধরে সাদা পোশাকে মারারা ক্রিকেট গ্রাউন্ডে প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে স্মিথ-ওয়ার্নাররা। বাংলাদেশ সফরে যে অজিরা স্পিনারদের ওপর জোর দিচ্ছেন প্রস্তুতি ম্যাচের একাদশ থেকে তা পরিস্কারভাবেই বুঝা যায়। সফরের দলে থাকা তিন স্পিনারের পাশাপাশি প্রস্তুতি ম্যাচে অংশ নিতে যাচ্ছেন মোট ছয়জন স্পিনার।

    প্রসঙ্গত, গত বুধবার থেকে শুরু হওয়া এক সপ্তাহ মেয়াদী ক্যাম্পে বাংলাদেশের কন্ডিশনের আদলে অনুশীলন করছে অস্ট্রেলিয়া। ডারউইনে যে ছয়টি উইকেটে অজিরা অনুশীলন করছে তার তিনটি উইকেট মিরপুরের ও বাকি তিনটি উইকেট চট্টগ্রামের মতো বানানো হয়েছে। ফলে, শতভাগ প্রস্তুতি সম্পন্ন করেই এশিয়া জুজু কাটানোর প্রত্যয় নিয়ে দীর্ঘ ১১ বছর পর টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখতে যাচ্ছে স্মিথরা।

    এক নজরে অস্ট্রেলিয়ার তিনদিনের প্রস্তুতি ম্যাচের স্মিথ ও ওয়ার্নার একাদশ-

    স্টিভেন স্মিথ একাদশ: ম্যাট রেনশ, উসমান খাওয়াজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, মার্কাস স্টয়নিস, ক্রিস ট্রেমেইন, মিচেল সোয়েপসন, জশ হেইজেলউড, টম অ্যান্ড্রু, জ্যাকসন বার্ড।
    ডেভিড ওয়ার্নার একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, হিল্টন কার্টরাইট, পিটার হ্যান্ডসকম, অ্যাশটন অ্যাগার, জ্যাক হুইটহেরাল্ড, প্যাট কামিন্স, নাথান লায়ন, কেন রিচার্ডসন, অ্যাডাম জ্যাম্পা, জন হল্যান্ড।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ