নিউজ ডেস্ক.
নেপালে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ৩০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে জানা গেছে।
দেশটির কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, ১০ জনের বেশি মানুষ এখনো নিখোঁজ আছেন। এছাড়া দেশের বড় একটি অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে কলে ধারণা করা হচ্ছে।
বাড়ির ছাদে ও উঁচু স্থানে পানিবন্দি হয়ে পড়া মানুষকে উদ্ধারে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় উদ্ধারকারী দলের সদস্যদের মোতায়েন করা হয়েছে। টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যাচ্ছে, বন্যায় রাস্তাঘাট ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলেন, রাতে বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে। মানুষকে সতর্ক অবস্থায় থাকার পরামর্শ


