পাকিস্তানের বেলুচিস্তানের বিস্ফোরণে নিহত ১৫

নিউজ ডেস্ক.


পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটায় ভয়াবহ এক বিস্ফোরণে কমপক্ষে ৩০ আহত ও ১৫ জন নিহত হয়েছেন। শনিবার রাতে এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয় এক পুলিশ অফিসার জানান, এই হামলায় এক আধাসামরিক বাহিনীর সদস্য ও দুইজন বেসামরিক লোক এবং ১২ জন পুলিশসহ মোট নিহতের সংখ্যা ১৫। তিনি আরো জানান, এই হামলায় আহতদের মধ্যে ৯ জনই পুলিশ।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস গণমাধ্যমকে জানায়, কড়া নিরাপত্তায় বেষ্টিত কোয়েটার এফসি হোস্টেল এলাকার পাশে এই বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের ধরণটি সম্বন্ধে জানা যায়নি। পুলিশ ও উদ্ধারকর্মীরা অন্তত ১৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছেন। নিহত ও আহতদের কুয়েটার বেসামরিক হাসপাতালে পাঠানো হয়।

নিরাপত্তাবাহিনীর একটি যানবাহনের পাশেই বিস্ফোরণটি ঘটায় তৎক্ষণাত পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলটি ঘিরে রাখে। বিস্ফোরণের পর কোয়েটার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি বিস্ফোরণের ধরণ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ