ধুনটে বন্যা পরিস্থিতি আবারও অবনতি

জিল্লুর রহমান.



বগুড়ার ধুনট উপজেলা যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অভ্যন্তরে ২য় দফায় বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। অব্যাহত পানি বৃদ্ধিতে নতুন নতুন ঘর-বাড়ীতে পানি প্রবেশ করছে। পানি বন্দি এলাকার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে সোমবার বিকেল ৬টায় যমুনা নদীতে পানি বিপদ সীমার ১০২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এদিকে ধুনট উপজেলায় গত শনিবার থেকে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেতে শুরু করে। পানি বৃদ্ধিও ফলে শনিবার থেকে যমুনা নদীর তীর উপচে পানি লোকালয়ে প্রবেশ করে। এতে বাঁধের পূর্ব তীরের পুকুরিয়া, ভূতবাড়ী, কৈয়াগাড়ী, ভান্ডারবাড়ী, বানিয়াজান, শিমুলবাড়ী, রাধানগর, মাধবডাঙ্গা, শহরাবাড়ীএবং বৈশাখীচরেরপ্রায় ২ হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। পানি বন্দি এলাকার মানুষ যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান জানান, পানি বন্দি এলাকায় শিমুলবাড়ী প্রাথমিক বিদ্যালয়, কৈয়াগাড়ী প্রাথমিক বিদ্যালয়, সহড়াবাড়ী প্রাথমিক বিদ্যালয়, বৈশাখী প্রাথমিক বিদ্যালয় ও বৈশাখী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদানবন্ধ ঘোষণা করা হয়েছে। শিশুদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্যার পানি নেমে গেলে এসব শিক্ষা প্রতিষ্ঠানে যথারীতি পাঠদান শুরু হবে।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ